তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সিডিএ আবাসিক মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা (এ্যাড হক কমিটি) কর্ণফুলী, চট্টগ্রাম এই আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাড হক কমিটির সভাপতি মাসুমা জান্নাত। আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাবের আহাম্মদ।
খেলার শুভ উদ্বোধনে চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো শিকলবাহা ইউনিয়ন বনাম চরলক্ষ্যা ইউনিয়ন এবং বড়উঠান ইউনিয়ন বনাম চরপাথরঘাটা ইউনিয়ন।
শিকলবাহা ইউনিয়ন চরলক্ষ্যা ইউনিয়নকে ট্রাইবেকারে ৪-২ গোলে পরাজিত করে। বড়উঠান ইউনিয়ন চরপাথরঘাটা ইউনিয়নকে ৩-০ গোলে পরাজিত করে। শিকলবাহা ইউনিয়নের তুষার জয় এবং বড়উঠান ইউনিয়নের তানভির সিয়ামকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়। বক্তব্য রাখেন বিএনপি নেতা হানিফ ও জামায়াত নেতা ইলিয়াছ মেম্বার।
এতে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ লুকমান, বাহার উদ্দিন খান, জাবেদুল ইসলাম, মো. শাহিদুল ইসলাম সাহেদ ও নুরুল আমিন মিন্টু । এছাড়া খেলায় ছাত্রপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ