চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সেন্টমার্টিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

টেকনাফ সংবাদদাতা

১৫ জানুয়ারি, ২০২৫ | ৭:২৪ অপরাহ্ণ

সেন্টমার্টিনে আগুনে তিনটি ইকো রিসোর্টের ২৬টি কক্ষ পুড়ে যাওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কক্সবাজারের জেলা প্রশাসন।

 

বুধবার (১৫ জানুয়ারি) এই কমিটি গঠন করা হয় বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।

 

তিনি বলেন, পর্যটন মৌসুমের পাশাপাশি পর্যটকদের অবস্থান এবং গুরুত্ব বিবেচনায় ঘটনার তদন্তে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী দুইদিনের মধ্যে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতি নিরূপণ ও সুপারিশমালা তৈরি করে তদন্ত রিপোর্ট দিতে কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

 

এ বিষয়ে ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, আমাদের একটা টিম সেখানে পৌঁছেছে। আগুনের ঘটনাটি তদন্ত করে দেখা হবে। আর ক্ষতিগ্রস্তদের কীভাবে সহায়তায় করা যায়, সে বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

 

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বীচ ভ্যালী এবং কিংশুক ও সাইরী ইকো রিসোর্টে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

দ্বীপটিতে বিভিন্ন মানের আড়াই শত আবাসিক প্রতিষ্ঠান থাকলেও যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কি- তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বীপের জনপ্রতিনিধির দাবি, মাত্র কয়েকটি ছাড়া কোন প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থাই নেই। আর আগুন নিয়ন্ত্রণে নেই কোন সরকারি ব্যবস্থাও। এতে প্রাথমিকভাবে ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট