চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী

১৫ জানুয়ারি, ২০২৫ | ১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের মহেশখালীতে বখাটে চক্রের ছুরিকাঘাতে নুরুল নবী নামে (২২) এক যুবক নিহত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যে রাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার। নিহত মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার মো. ফরিদ এর ছেলে। 

 

জানা গেছে, দক্ষিণ মাইজপাড়া এলাকার এক তরুণীর সাথে একই ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। রাতে ওই যুবক তরুণীর সাথে দেখা করতে আসলে পরিবারের লোকজন টের পেয়ে যুবককে আটকে রাখেন। এক পর্যায়ে ওই যুবক ওখান থেকে বের হয়ে যায়। কিছু সময় পরে দলবল নিয়ে এসে তরুণীর চাচাত ভাই নুরুল নবীকে ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী আহত অস্থায় তাকে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

 

এদিকে, খবর পেয়ে পুলিশ বুধবার (১৫ জানুয়ারি) সকালে মরদেহ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, ঘটনার সাথে সম্পৃক্তদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে। কি কারণে হত্যা করা হয়েছে তার তদন্ত করা হচ্ছে।

 

 

পূর্বকোণ/ইব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট