চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরে উদ্বোধনের অপেক্ষায় এনসিটি-২ গেটের কনটেইনার স্ক্যানার

সারোয়ার আহমদ

১৫ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

অবশেষে চট্টগ্রাম বন্দরের জন্য এনবিআরের কেনা চার কনটেইনার স্ক্যানারের মধ্যে একটি আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ২ নম্বর গেটে স্থাপন করা এফএস ৬০০০ মডেলের স্ক্যানারটি আমদানি কনটেইনার স্ক্যান করার জন্য প্রস্তুত করা হয়েছে।

 

গত রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং ৫আর এসোসিয়েটসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কনটেইনার স্ক্যানারটির অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। এটি বর্তমানে ট্রায়াল হিসেবে চালু রয়েছে। যে কোনো সময় দিনক্ষণ ঠিক করে আনুষ্ঠানিক উদ্বোধন করবে এনবিআর।

 

চট্টগ্রাম বন্দরের জন্য চীন থেকে কেনা চার কনটেইনার স্ক্যানার আমদানি করার প্রায় ১৫ মাস পর একটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়েছে। বাকি তিনটির কাজ এখনো চলমান রয়েছে। নতুন এই কনটেইনার স্ক্যানারে পণ্য যাচাইয়ের পাশাপাশি ওজনও পরিমাপ করতে পারবে। এর আগে একই গেটে রপ্তানি পণ্য স্ক্যান করার জন্য একটি মেশিন বসানো হয়েছিল সেটিতে ওয়েট স্কেল সুবিধা ছিল না। এবারের মেশিনে ওজন মাপার বাড়তি সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা।

 

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের জন্য ২০২৩ সালের সেপ্টেম্বরে চীন থেকে চারটি নতুন কনটেইনার স্ক্যানার আমদানি করে চট্টগ্রাম বন্দরে আনে এনবিআর। সেই থেকেই কনটেইনারের বাক্সে বন্দি ছিল স্ক্যানার মেশিনগুলো। বছর পার হলেও একটি মেশিন চালু করা যায়নি। অবশেষে প্রায় ১৫ মাস পর একটি মেশিন চালুর জন্য প্রস্তুত করা হয়েছে।

 

এর আগে গত বছরের দুই অক্টোবর চট্টগ্রাম সফরে এসে এনবিআর চেয়ারম্যান কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে বৈঠক করেছিলেন বন্দর ব্যবহারকারীদের সঙ্গে। সেই বৈঠকে সিএন্ডএফ এজেন্টসদের পক্ষ থেকে দ্রুত ওই চার কনটেইনার স্ক্যানার চালুর বিষয়ে প্রশ্ন তুলেন। তখন তাৎক্ষণিক এনবিআর চেয়ারম্যান দ্রুত স্ক্যানারগুলো স্থাপন ও চালুর বিষয়ে নির্দেশনা দেন।

 

সর্বশেষ গত ১৫ নভেম্বরের মধ্যে নিউমুরিং এনসিটি-২ গেটে একটি স্ক্যানার চালুর পরিকল্পনা করা হয়েছিল। সেটি জানুয়ারিতে এসে শেষ করা গেল। এরপর পর্যায়ক্রমে এনসিটি ৪, ৫ এবং সিসিটি (চিটাগাং কনটেইনার টার্মিনাল) ২ নম্বর গেটে বাকি তিনটি বসানোর কথা রয়েছে। চোরাচালান রোধ, নিরাপত্তা ঝুঁকি ও আমদানি-রপ্তানি বাণিজ্যে মিথ্যা ঘোষণায় পণ্য পরিবহন রোধে চট্টগ্রাম বন্দরে চারটিসহ অত্যাধুনিক ছয়টি ফিক্সড কনটেইনার স্ক্যানার বসানোর কাজ ২০২১ সালে শুরু করে এনবিআর।

 

স্ক্যানারগুলো ক্রয়ের ব্যাপারে চীনা প্রতিষ্ঠান নাকটেক কোম্পানি লিমিটেডের সঙ্গে ২০২৩ সালের ৪ জানুয়ারি এনবিআরের প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষর হয়। ছয়টি স্ক্যানার বসানোর জন্য এই প্রকল্পে ব্যয় নির্ধারণ হয় ১৪৭ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা। চীনা প্রতিষ্ঠানটি স্ক্যানারগুলো স্থাপনের পর আগামী পাঁচ বছর সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বও পালন করবে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট