চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে অস্ত্রসহ ২ ছাত্রলীগকর্মীকে পুলিশে দিলো জনতা

নাজিরহাট সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৫ | ২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ছাত্রলীগের মহসিন গ্রুপের দুই সদস্যকে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তারা হলেন, মোহাম্মদ তারেক ও নাছির উদ্দিন। তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে লেলাং ও খিরাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গোপালঘাট ও গামরীতলার সীমানার মোল্লার মসজিদ নামক স্থানে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে।

 

ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়রা অস্ত্রসহ দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করেছে। এখানে অধিকতর তদন্তের প্রয়োজন আছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট