চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মানিকছড়িতে অস্ত্রসহ যুবক আটক

মানিকছড়ি সংবাদদাতা

১৩ জানুয়ারি, ২০২৫ | ১১:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গরমছড়ি এলাকায় একটি দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ অপ্রুচাই মারমা (৩০) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্ততে এই অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী ও পুলিশ।

 

অভিযানে আটক অপ্রুচাই মারমাকে অস্ত্রসহ আটক করে মানিকছড়ি থানা হেফাজতে পাঠানো হয়।

 

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মামুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজেকে মগ লিবারেশন পার্টির কালেক্টর বলে দাবি করেন। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট