চট্টগ্রাম রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহামায়া লেক থেকে ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মিরসরাই সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ। শনিবার (১১ জানুয়ারি ) ভোরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদের নেতৃত্বে একদল বনরক্ষী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মহামায়া লেক থেকে এসব জাল জব্দ করেন।

 

বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার ভোরে মহামায়া লেকের দক্ষিন-পূর্ব পাশে ২০ থেকে ২৫ জনের একটি সঙ্গবদ্ধ চক্র অবৈধভাবে লেকে প্রবেশ করে কারেন্ট ও ফাঁস জাল পাতার প্রস্তুতি নিচ্ছিল ৷ এসময় বনরক্ষীদের টহল দলের ইঞ্জিন চালিত বোটের শব্দ শুনে বিচ্ছিন্ন অবস্থায় বস্তাভর্তি জাল ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীদের ফেলে যাওয়া অবৈধ ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে রেঞ্জ হেফাজতে মজুদ রাখা হয়।

 

চট্টগ্রাম উত্তর বনবিভাগের মিরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহানশাহ নওশাদ বলেন, জাল গুলো জব্দ করে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, মহামায়া লেক আমাদের প্রাকৃতিক সম্পদ। এখানে অবৈধভাবে হক নষ্ট করার সুযোগ নেই৷ এসব চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

 

 

পূর্বকোণ/আরআর/সাদমান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট