বাবার সাথে ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার পিএবি সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মো. নাফিজ উদ্দিন তাহমিদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পারকি সমুদ্র সৈকত থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম হাজী পাড়া এলাকার নেজাম উদ্দিনের ছেলে। ঘটনার সময়ে পিতা ও আরেক ভাই নাহিদুল ইসলাম তাসকিন (৬) একই মোটরসাইকেলে ছিল। তারাও সামান্য আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার ছুটির দিনে দুই সন্তানকে নিয়ে পারকি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন পিতা নেজাম উদ্দিন। কিন্তু বাড়ি ফেরার পথেই তাদের আনন্দ বিষাদে পরিণত হয়।
জানা গেছে, তিন বছর আগে তাহমিদের আরেক বোন পানিতে ডুবে মারা গিয়েছিল।
জানতে চাইলে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও গাড়ি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/মোর্শেদ/আরআর/পারভেজ