চট্টগ্রামের বাঁশখালীতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৩) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কালীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাসাইন্না দোকান এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে পুলিশ।
নিহত বৈশাখী খাতুন দিনাজপুরের পার্বতীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গৃহবধূর স্বামী মোশাররফ হোসেনের বাড়িও একই এলাকায়। তিনি ইনসেপ্টা নামের একটি ওষুধ কোম্পানির মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে বাঁশখালীতে কর্মরত ছিলেন।
জানা গেছে, ৫ বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর আচরণ নিয়ে স্বামী মোশারফ হোসেনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তারা গুনাগরীর একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের একটি সন্তান রয়েছে। শুক্রবার সকালে মোশাররফ চট্টগ্রাম শহরের অফিসে মাসিক মিটিংয়ে গেলে স্ত্রী বৈশাখী খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
প্রতিবেশীরা বলেন, সকালে ৩ বছরের শিশুটি খুব কান্নাকাটি করতে থাকে। তখন তার মাকে পার্শ্ববর্তী মহিলারা ডাকাডাকি করলে এক পর্যায়ে তারা তাকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে। তখন ওই গৃহবধূ ঝুলন্ত অবস্থায় ছিল।
ঘটনার পর বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, বৈশাখী খাতুন তার মাকে আগে খবর দিয়ে বেড়াতে আসতে বলে। দুপুর ১২টার দিকে নিহতের মা ঘটনাস্থলে উপস্থিত হন।
পূর্বকোণ/অনুপম/এএইচ