চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ছাত্র-ছাত্রীদের দাড়ি টুপি হিজাব নিয়ে কটুক্তির অভিযোগ

শিক্ষার্থীদের তোপের মুখে আনোয়ারায় প্রধান শিক্ষকের পদত্যাগ

আনোয়ারা সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৫ | ৯:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ঠান্ডা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজনের বিরুদ্ধে মুসলিম ছাত্র-ছাত্রীদের দাড়ি টুপি হিজাব নিয়ে কটুক্তির অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

 

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আসলে তিনি আন্দেলনরত শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। একপর্যায়ে প্রধান শিক্ষক চন্দ্র মহাজন স্বেচ্ছায় পদত্যাগ করেন।

 

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ও ছাত্রদের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে (ইসলাম বিদ্বেষী বিভিন্ন কটুক্তি) আমি প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করছি। এর আগে, গত রবিবার সকালে বিদ্যালয়ের ফটকের সামনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান শিক্ষক চন্দ্র মহাজনের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী কটুক্তি, স্কুলে নিয়োগ বাণিজ্য, আর্থিক অনিয়ম, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, অতিরিক্ত ফি আদায়সহ সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ তুলেন। যার ফলে শিক্ষার্থীরা ক্লাস বন্ধ রেখে প্রধান শিক্ষক চন্দ্র মহাজনের পদত্যাগের একদফা দাবিতে স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং ইউএনও অফিস ঘেড়াও করে আসছিল।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন বলেন, শিক্ষার্থীদের অভিযোগ তদন্তে আজ পূর্ব বরৈয়া টি এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মহাজনকে উপজেলায় ডাকা হলে শিক্ষার্থীরা এসে তদন্ত ছাড়াই অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবি জানায়। পরে অভিযুক্ত শিক্ষক পদত্যাগ করেছেন।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট