চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা মাহমুদুর রহমান আর নেই

চকরিয়া সংবাদদাতা

৩ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার বীর মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সহ-সভাপতি শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সাকের মোহাম্মদ চর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি মাহমুদুর রহমান আর নেই।

 

দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি এসএমচর মাস্টার পাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

খ্যাতনামা শিক্ষক, সমাজ হিতৈষী ও মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমানের মৃত্যুতে কক্সবাজার জেলার শিক্ষক সমাজসহ পুরো চকরিয়াবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

শনিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই অধ্যাপক আবু তালেব।

 

এদিকে মাহমুদুর রহমানের মৃত্যুতে তাৎক্ষণিক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেছেন, চকরিয়া ও কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, ইমাম সমিতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ এইচ সালাহ উদ্দিন মাহমুদসহ অসংখ্য সংগঠন ও ব্যক্তি।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট