চট্টগ্রাম সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জালানো সেইলর

বিজ্ঞপ্তি

২ জানুয়ারি, ২০২৫ | ৬:৩৪ পূর্বাহ্ণ

সারা দেশের গ্রাহকদের সাথে নিয়ে জনপ্রিয় ফ্যাশন এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর নতুন বছর ২০২৫ উদযাপন করেছে প্রতিটি আউটলেটে।

বাংলাদেশজুড়ে ২১টি আউটলেটের প্রতিটিতে একযোগে কেক কেটে গ্রাহকদের সঙ্গে এই বিশেষ দিনটি পালন করেছে তারা। এ অনুষ্ঠানে গ্রাহকদের সাথে নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত ছিলেন সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

নতুন বছরের শুরুতে সেইলর তার গ্রাহকদের নতুন ডিজাইন, উন্নতমানের ফেব্রিক এবং আধুনিক স্টাইল এর আউটফিট দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সেইসঙ্গে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, আনন্দদায়ক এবং স্মরণীয় করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার অঙ্গীকার করেছে ব্র্যান্ডটি।

গত বছর সেইলর ‌‘বেস্ট রিটেলার অ্যাওয়ার্ড’ অর্জন করে ফ্যাশন খাতে তাদের দক্ষতা ও সেবার মানের স্বীকৃতি পেয়েছে। সেই ধারাবাহিকতায়, ব্র্যান্ডটি আগামী দিনগুলোতে আরও নতুনত্ব এবং উদ্ভাবন নিয়ে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

নতুন বছর উদযাপনে ঢাকা ও ঢাকার বাইরে সেইলরের প্রতিটি আউটলেটে উপস্থিত গ্রাহকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ব্র্যান্ডের প্রতি তাদের আস্থা ও ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেছেন।

২০২৫-এ সেইলর সকল গ্রাহক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানায় এবং সকলের জন্য একটি আনন্দময় ও সমৃদ্ধ বছর কামনা করে।

উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্রান্ড সেইলর তার যাত্রা শুরু করে ২০১৫ সাল থেকে। বর্তমানে সারাদেশে তাদের ২১টি আউটলেট রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট