চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ড্রোন উড়িয়ে র‌্যাবের অভিযান, টেকনাফে অপহৃত ১৯ জন উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫২ অপরাহ্ণ

টেকনাফে সংরক্ষিত সরকারি বনে বাগানের কাজ করতে গিয়ে অপহৃত ১৯ জনকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। অভিযানে বন পাহারা দলের সদস্য (সিপিজি), স্থানীয় জনতা, পুলিশ ও এপিবিএন অংশ নেন। অভিযানের এক পর্যায়ে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা যায়।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত সিনিয়র সহকারী পরিচালক ও পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

 

তিনি জানান, টেকনাফে ১৯ বনকর্মীকে উদ্ধারে গহীন পাহাড়ি এলাকায় ড্রোন দিয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের পাশাপাশি বন পাহারা দলের সদস্য (সিপিজি), স্থানীয় জনতা, পুলিশ ও এপিবিএন অংশ নেন। অভিযানের এক পর্যায়ে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। অপহরণের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এরই সূত্র ধরে ঘটনার সাথে জড়িতদের সকলকে আইনের আওতায় আনা হবে।

 

টেকনাফ ফরেস্ট রেঞ্জ অফিসার আবদুর রশিদ জানান, ৩০ ডিসেম্বর সকাল ১০টার দিকে তাদের অপহরণ করে দুষ্কৃতকারী দল। ঘটনার পর থেকে পুলিশ, র‌্যাব, বন পাহারা দলের সদস্য (সিপিজি), স্থানীয় জনতা ও এপিবিএন উদ্ধার অভিযান অব্যাহত রাখে।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) র‌্যাব সদস্যরা ড্রোন উড়িয়ে অভিযান চলাকালে এক পর্যায়ে সন্ধ্যায় অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দেয়। এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট