চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২৪ | ৯:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ওসমান গনি সওদাগর (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৫টার দিকে উপজেলার কুয়াইশ নতুন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওসমান গনি নগরীর চান্দগাঁও থানার উত্তর মোহারা এলাকার তাজমজির বাড়ির মরহুম আবুল কাসেম সওদাগরের ছেলে। তিনি হাটহাজারী উপজেলার নজুমিয়াহাট শেখ মার্কেটের আজওয়া রেস্তোরাঁর মালিক।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ শফিউল করিম। তিনি জানান, সন্ধ্যার আগে মোটরসাইকেল যোগে ওসমান গনি উল্লেখিত স্থানে পৌঁছানোর পর অজ্ঞাত এক গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের পর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট