চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে কিশোরী নিখোঁজ 

লামা সংবাদদাতা

৩০ ডিসেম্বর, ২০২৪ | ৫:৫৫ অপরাহ্ণ

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে অর্পা শীল (১৪) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। অর্পা পূর্ব নয়াপাড়া গ্রামের স্বপন শীলের মেয়ে। 

 

লামা পৌরসভার পূর্ব নয়াপাড়া এলাকার মাতামুহুরী নদীর মিশন ঘাটে (চতরমাল্লা কুমে) সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় এই ঘটনা ঘটে। 

 

জানা যায়, সকাল ১১টায় চার বান্ধবী মিলে বাড়ির পাশের মাতামুহুরী নদীর চতরমাল্লাকুমে গোসল করতে যায়। এসময় নদীতে নেমে ৪ জনই পানিতে ডুবে যেতে থাকে। তিন বান্ধবী উঠে এলেও অর্পা শীল আসতে পারেনি, সে পানির নিচে ডুবে যায়। লামা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন মিলে অনেকক্ষণ খোঁজখুঁজি করেও তাকে পায়নি। সংবাদ লেখা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। 

লামা ফায়ার সার্ভিসের সাব সেক্টরে অফিসার মো. আব্দুল্লাহ বলেন, বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবরী টিম এসে উদ্ধার অভিযান শুরু করে। এখনো তাকে পাওয়া যায়নি। এদিকে অর্পাকে হারিয়ে পরিবারের লোকজন আহাজারি করতে দেখা যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, এখনো উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের কাজে পুলিশ সহায়তা করছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট