চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

১০ বছরের জন্য বাফুফেকে ব্যবহারের অনুমতি

এম এ আজিজ স্টেডিয়াম এখন শুধুই ফুটবলের

স্পোর্টস ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের ভেন্যু ছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। যদিও এই মাঠে অনেক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেট হয় না। সে স্টেডিয়ামকে এখন ব্যবহার করা হয় ফুটবলের কাজে। এবার এই স্টেডিয়ামকে ১০ বছরের জন্য বরাদ্দ পেয়েছে বাফুফে।

 

শনিবার (২১ ডিসেম্বর) পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক সিরিজ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানিয়েছেন, সেখানে (এমএ আজিজ স্টেডিয়াম) সংস্কার কাজ করে ফুটবল শুরু হতে পারে। এই স্টেডিয়ামের কাজ ডিসেম্বরের মধ্যেই শেষ হওয়ার কথা আমাকে জানানো হয়েছিল। জানুয়ারি থেকে খেলা শুরু করা যেতে পারে।

 

উপদেষ্টা বলেন, কাঠামোর পরিবর্তনের জন্য গঠনতন্ত্র নিয়ে কাজ শুরু করছি। বিসিবি গঠনতন্ত্র নিয়ে একটি কমিটি করেছে। সেই কমিটি প্রতিবেদন দাখিলের বেশ কাছাকাছি। বাফুফেও একটি কমিটি করেছে। বড় দুটো ফেডারেশনের গঠনতন্ত্রের সংস্কার চলছে। বাকি ফেডারেশনগুলোর গঠনতন্ত্র নিয়ে সার্চ কমিটি কাজ করছে। গঠনতন্ত্রের মাধ্যমে কাঠামোগত জায়গায় পরিবর্তন আসলে কমবে অনিয়ম-দুর্নীতির অভিযোগগুলো। বড় অনিয়ম হবে না। পাশাপাশি ফেডারেশনগুলোরও প্রতিনিয়ত অডিট ও প্রগ্রেস রিপোর্ট নেওয়া হবে, যাতে করে জবাবদিহিতার জায়গা ঠিক থাকে।

 

উপদেষ্টা আরো বলেন, ক্রিকেট ফুটবলের বাইরে স্পন্সর সেভাবে নেই। আবার ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা আন্তর্জাতিক অঙ্গনেও সেভাবে নেই। আমরা চেষ্টা করছি স্পোর্টস ভিলেজ এবং ইন্সটিউট করার। যাতে খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুবিধা পান। বিষয়টি ভাইস ভারসা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেতে হলে অনুশীলন-সুযোগ সুবিধা দিতে হবে। সাফল্য পেলে আবার পৃষ্ঠপোষক আসবে।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন