রেমিট্যান্সের ডলারের দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ ১২৭ টাকায় পৌঁছেছে। জানা গেছে, বুধবার (১৮ ডিসেম্বর) রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে ব্যাংকগুলোকে ১২৬.৫০-১২৭ টাকা পর্যন্ত দাম দিতে হয়েছে। এখন পর্যন্ত এটিই ডলার-টাকার সর্বোচ্চ বিনিময় হার।
এর আগে ২০২৩ সালের নভেম্বরে রেমিট্যান্সের ডলারের দাম সর্বোচ্চ ১২৬ টাকায় পৌঁছেছিল। এতদিন পর্যন্ত সেটিই ছিল ডলারের ইতিহাসে সর্বোচ্চ দাম। এরপর থেকে ডলারের দাম ওঠানামার মধ্যে থাকলেও নিয়ন্ত্রণের মধ্যেই ছিল।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের নভেম্বর মাসের শুরুর দিকে রেমিট্যান্সের ডলারের দাম ছিল সর্বোচ্চ ১২১.৮০ টাকা। এমনকি গত মাসের শেষ সপ্তাহেও রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে সর্বোচ্চ ১২২.৫০ টাকা খরচ করতে হয়েছে। চলতি ডিসেম্বরের শুরু থেকেই রেমিট্যান্সের ডলারের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। মাত্র ১৩ কর্মদিবসের মধ্যে ডলারের দাম ৪.৫ টাকা বা ৩.৬৭ শতাংশ বেড়ে গেছে। যেকোন দৃষ্টিকোণ থেকেই এ ধরনের দাম বৃদ্ধি অস্বাভাবিক।
ডলারের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির বিষয়ে ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোতে ডলারের চাহিদা আগের তুলনায় কিছুটা বেড়েছে। এতে ডলারের রেট কিছুটা বাড়বে- এটাই স্বাভাবিক। তবে চলতি ডিসেম্বর মাসে ডলারের রেট যেভাবে বাড়ছে, এত দাম বাড়ার মতো চাহিদা ডলারের বাজারে নেই। এভাবে ডলারের রেট বাড়তে থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করায় বেগ পেতে হতে পারে।
এদিকে, ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বৃদ্ধির ফলে খোলা বাজারে নগদ ডলারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। বুধবার রাজধানীর মতিঝিল, পল্টন, বাইতুল মোকাররম, গুলশানের একাধিক এক্সেচেঞ্জ হাউসে ডলার কেনার জন্য গিয়ে দাম বেশি থাকার কারণে অনেকেই না কিনে ফিরে এসেছেন।
গতকাল খোলাবাজারে ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২৭.৫০ টাকায়। যদিও এদিন অনেক এক্সচেঞ্জ হাউস ডলার বিক্রির চেয়ে কেনার জন্য সর্বোচ্চ ১২৭ টাকা পর্যন্ত রেট অফার করেছে- তারপরও পাওয়া যায়নি।
পূর্বকোণ/মাহমুদ