চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে থেকে একটি চোরাই বাইক ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল- জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জামশেদ, ফয়সাল উদ্দিন ও জামশেদ উদ্দিন।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে ইপিজেড থানার নিউমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেন, গত ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাইক চালক মো. মোমিন উদ্দীন ইপিজেড এলাকায় বাইক রেখে নাশতা করতে যায়। ফিরে এসে দেখেন বাইকের চাবি পকেটে নেয়। এরপর কয়েকজন লোক তাকে বাইকের লক খুলে দেয়ার জন্য একটি স্ক্রু ড্রাইভার নিয়ে আসতে বলে। দোকান থেকে ফিরে এসে দেখে বাইক নেই। এ ঘটনায় তিনি মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাইক চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছে একটি চোরাই অটোরিকশার ডকুমেন্ট উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত দেড়টায় নিউমুরিং এলাকা থেকে চোরচক্রের অপর সদস্য জামশেদ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাত ৩টায় ডবলমুরিং এলাকা থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।
পূর্বকোণ/পিআর/এএইচ