বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে। এতে ৪’শ থেকে ৫’শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এনামুল হক নামের হেফাজতে ইসলাম বাংলাদেশের এক কর্মী এনামুল হক বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
আইনজীবী এরফানুল হক পূর্বকোণকে জানান, আদালত মামলাটি গ্রহণ করে কোতোয়ালী থানার ওসি তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে বলেছেন। বাদী এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের একজন সমর্থক। গত ২৬ নভেম্বর তিনি জমি রেজিস্ট্রির কাজে আদালতে যান। সেখান থেকে বাসায় ফেরার পথে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর অনুসারীরা ‘একটা দুইটা মুসলিম ধর, ধরে ধরে জবাই কর’ বলে স্লোগান দিচ্ছিলেন। বাদীর পরনে পাঞ্জাবি এবং টুপি থাকায় ‘মোল্লাকে জবাই কর’ বলে তার ওপর হামলা করে বিক্ষোভকারীরা। হামলায় তিনি তার ডান হাতে আঘাতপ্রাপ্ত হন এবং মাথায় কিরিচ দিয়ে কোপ দেওয়া হয়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মামলাটিতে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তী ও তিন সাংবাদিক দেব দুলাল ভৌমিক, আয়ান শর্মা ও কমল দে কে আসামি করা হয়েছে। এছাড়া এই মামলার বেশিরভাগ আসামি ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বর, রঙ্গম টাওয়ার ও কোতোয়ালী মোড়ের ঘটনায় পুলিশের দায়ের করা তিন মামলার আসামি।
আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ হওয়ার পর গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে বিক্ষোভ শুরু করে তার অনুসারীরা। এসময় চিন্ময়ের প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ছুড়লে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালত প্রাঙ্গণ থেকে আশপাশ এলাকায়। ওই সময় সাব-রেজিস্ট্রার অফিসে ব্যক্তিগত কাজে আসেন এনামুল হক। চিন্ময়ের অনুসারীর এনামুল হককে হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
এনামুল হককে আঘাত করার ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করা হয়েছে। এতদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে মামলা করতে দেরি হয়েছে বলে জানান তার আইনজীবী।
পূর্বকোণ/পিআর