কক্সবাজারের মহেশখালী উপজেলার জাগিরাঘোনা এলাকায় অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুরুচ্ছফা (৪২) উপজেলার জাগিরাঘোনা এলাকার কালা মিয়ার (কালাইয়ার) ছেলে।
আজ শনিবার (৭ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ পূর্বকোণকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে ধারাবাহিক বিশেষ অভিযান চলমান রয়েছে।
পূর্বকোণ/পিআর