চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পূর্বকোণে হেপাটাইটিস টেস্ট কার্যক্রম লিভার কেয়ার সোসাইটির

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪ | ৯:২০ অপরাহ্ণ

মানবদেহের নিরব ঘাতক হিসেবে পরিচিত যকৃতের সংক্রমণজনিত রোগ ‘হেপাটাইটিস বি ও সি। প্রতিবছর বিশ্বব্যাপী এই রোগে বিপুল পরিমাণ মানুষ প্রাণ হারালেও উল্লেখযোগ্য কোনো লক্ষণ না থাকায় আক্রান্ত হলে টের পাওয়া যায় না সহজে। তাই বিশ্বব্যাপী এই রোগ যাচাইয়ে সচেতনা সৃষ্টির উদ্দেশ্যে ১৮ থেকে ২৪ নভেম্বর সময়কে ‘বিশ্ব হেপাটাইটিস পরীক্ষা সপ্তাহ’ ঘোষণা করেছে ‘ওয়ার্ল্ড হেপাটাইটিস এলাইয়েন্স’ নামের একটি সংগঠন। সচেতনতামূলক এই সপ্তাহ’র অংশ হিসেবে চট্টগ্রামে হেপাটাইটিস সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করেছে লিভার কেয়ার সোসাইটি। আর প্রতিষ্ঠানটির এই ক্যাম্পেইনের অংশ হিসেবে দেশসেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণে হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করা হয়েছে।

 

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে পূর্বকোণ সেন্টারে ‘অজানা রোগীর খোঁজে’ প্রতিপাদ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন গণমাধ্যমটির অর্ধশতাধিক সংবাদকর্মী।

 

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণের নগর সম্পাদক নওশের আলী খান, প্রধান প্রতিবেদক সাইফুল আলম, মহাব্যবস্থাপক মোজাম্মেল জিলানী, লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

 

ক্যাম্পেইনের বিষয়ে ডা. আবদুল্লাহ আল মাহমুদ বলেন, দেশব্যাপী যকৃতের নানা রোগ সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে লিভার কেয়ার সোসাইটি। এই কাজের অংশ হিসেবে বিশ্ব হেপাটাইটিস পরীক্ষা সপ্তাহে আমরা এই ক্যাম্পেইনের আয়োজন করছি। ক্যাম্পেইনের অংশ হিসেবে পূর্বকোণের অর্ধশতাধিক সংবাদকর্মীর বিনামূল্যে হেপাটাইটিস বি ও সি পরীক্ষা করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট