চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

জিনের আছর থেকে রক্ষার নামে প্রতারণা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৪ | ১০:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর টেনারি বটতল মনছুর আলী কলোনিতে জিতের আছর থেকে রক্ষা করার নামে প্রতারণার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- মো. লালন সরদার (৪০) ও মো. সাদ্দাম (৩৭)।

 

জানা যায়, গত ২৩ নভেম্বর সকাল ৯ টার দিকে বায়েজিদ বোস্তামীর টেনারি বটতল মনছুর আলী কলোনিতে একজন গৃহিণী নিজ বাসায় মুরগী কাটার সময় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে মাজারের জন্য চাল চায়। গৃহিণী ওই দুইজন ব্যক্তিকে ঘরের ভিতর থেকে চাল এনে দিলে তারা কিছু চাল নিয়ে বাকি চালগুলো ফেরত দেয়। ওই দুইজন ব্যক্তি কিছুক্ষণ পর গৃহিণীকে বলে তার উপর তীব্র জিনের আছর আছে। এই কথা বলে ঘরের ভিতর প্রবেশ করে তার কাছে প্রথমে পান-সুপারি চাইলে তিনি তাদের পান-সুপারি দেন, পরবর্তীতে পানি চাইলে পানি দেন। তারপর তারা গৃহিণীকে ওখান থেকে চামচ দিয়ে পানি পান করার জন্য বললে তিনি সেখান থেকে পানি পান করেন। তখন এক জন ব্যক্তি প্যান্টের পকেট থেকে গৃহিণীর হাতে একটি তাবিজ দিয়ে বলে স্টিলের বাটি করে কিছু চাল নিয়ে আসার জন্য। গৃহিণী তাদের কথামতো চাল নিয়ে আসলে স্টিলের বাটির ভিতর চালের উপর পানি ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে তারা তার কাছে ১০০ টাকা চাইলে তিনি তাদের কথামতো টাকা দেন। এরপর তারা গৃহিণীকে ১০০ টাকা ফেরত দেয়। তারপর তারা পুনরায় তার কাছে ২০০ টাকা চাইলে একইভাবে তারা নেয় ও ফেরত দেয়। একইভাবে ১১ হাজার টাকা চায়, নেয় ও ফেরত দেয়। এরপর তারা ঘরে আর টাকা আছে কিনা জানতে চায়। ওই প্রতারক ব্যক্তিরা তাকে বিভিন্ন প্রলোভন দেখালে গৃহিণী ঘরে থাকা ৩৩ হাজার টাকা তাদের দেন। তখন ওই দুইজন ব্যক্তি কৌশলে একটি কাগজে মুড়িয়ে একটি ওড়না দিয়ে কয়েকটি গিট দিয়ে তা গৃহিণীকে রাখতে বলে। এরপর তারা ঘরের ভিতর খাটের উপর থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কৌশলে নিয়ে যায়। টাকার প্যাকেটটি তারা কৌশলে তাদের কাছে নিয়ে যায় ও গৃহিণীকে তিন দিন পরে গিট দেয়া টাকার প্যাকেটটি খোলার জন্য বলে তারা ঘর থেকে বের হয়ে যায়। বাদী কিছুক্ষণ পরে বুঝতে পারেন যে ওই দুইজন ব্যক্তি তাকে প্রলোভন দেখিয়ে তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ৩৩ হাজার টাকা ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন আত্মসাৎ করেছে।

 

এই বিষয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা রুজু হলে ২৩ নভেম্বর বিকাল ৫টায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অক্সিজেন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে নগদ ২৭ হাজার ৪০০ টাকা এবং প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন তাবিজ, পাথর, ঝিনুক, মাছের কাঁটা, গাছগাছালির টুকরা উদ্ধারপূর্বক জব্দ করেন। গ্রেপ্তার আসামিরা সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট