চট্টগ্রামে সালমান এফ রহমানসহ তিনজনের নামে প্রতারণা মামলা করেছেন এক ব্যবসায়ী। আজ বুধবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন মাহবুব রানা নামের এক ব্যবসায়ী । আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সৈয়দ উল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অপর দুই আসামি হলেন সালমান এফ রহমানের ভাই সোহেল এফ রহমান ও ছেলে শায়ন এফ রহমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০ সালে সালমান এফ রহমান ও বাকি দুই আসামির মালিকানাধীন প্রতিষ্ঠান জিএমজি এয়ারলাইনসের শেয়ার কেনার জন্য বাদী ২৫ লাখ টাকা পে–অর্ডার করেন। আসামিরা এর পরিপ্রেক্ষিতে একটি সনদও দেন। শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, প্লেসমেন্ট শেয়ার বিক্রির পর কোম্পানির নামে আইপিও লটারির মাধ্যমে শেয়ার বণ্টন করে সিকিউরিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে বেচাকেনা হয়। মামলার আসামিরা শেয়ারবাজারের নিয়ম মানেননি। সিকিউরিটি এক্সচেঞ্জে তালিকাভুক্ত না হয়ে তাঁরা গ্রাহকদের টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় ব্যাংক হিসাব অনুযায়ী বাদী ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার ৫৬৩ টাকা পাওনা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ