চট্টগ্রাম শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪

চোর সন্দেহে পিটিয়ে হত্যা: চট্টগ্রামে ২ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৮ নভেম্বর, ২০২৪ | ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে চোর-ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হত্যার শিকার যুবকের নাম ইসলাম বিটু (২৫)। তিনি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বনগ্রামের ছোট গয়েসপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃতরা হল- গাজী মো. আলমগীর প্রকাশ আলম (৩৫) এবং মো. জানে আলম (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, ভিকটিমের মায়ের মামলা দায়েরের পর তদন্তপ্রাপ্ত হয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে প্রথমে চোর সন্দেহে তাড়া করে দুই নম্বর গেট সংলগ্ন ড্রেনের সামনে গিয়ে আটকায় এক নৈশপ্রহরী। এরপর গ্রেপ্তার আলমগীর গিয়ে ওই নৈশপ্রহরীর হাতে লোহার রড তুলে দিয়ে পেটানোর নির্দেশ দেয়।

তিনি আরও বলেন, এরপর দ্বিতীয় দফায় ভিকটিম বিটুকে দুই নম্বর গেট এলাকা সংলগ্ন নার্সারিতে, তৃতীয় দফায় মুরাদপুর এলাকার সড়ক বিভাজনের লোহার সাথে বেঁধে মারধর করা হয়। ততক্ষণে আলমগীর এবং প্রথম প্রহারকারী নৈশপ্রহরীর সাথে আরও কয়েকজন যোগ দেয়। যাদের মধ্যে গ্রেপ্তার জানে আলমও ছিলেন।

তিনি বলেন, সর্বশেষ বিপ্লব উদ্যানে বেঁধে চতুর্থ দফায় একাধিকজন মিলে পিটিয়ে হত্যা করে বিটুকে। আমরা এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করলেও প্রথমে যিনি লোহার রড দিয়ে মারধর করেছে তিনি পলাতক আছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট