চট্টগ্রাম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক 

১৮ অক্টোবর, ২০২৪ | ৩:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জাহিদুল আলম সানি (২০) ও মো. হেলাল (২৪)।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে মিয়াখাননগর সাবান ফ্যাক্টরির গলি ও বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দিতে যান। এ সময় তিনি দেখেন- মন্দিরের টিনের গেট খোলা এবং মন্দিরের ভিতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়- দুই চোর মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ মামলা রুজু করেন।

ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোরে চুরির সঙ্গে জড়িত মো. জাহিদুল আলম সানিকে বাকলিয়া থানাধীন মিয়াখাননগর সাবান ফ্যাক্টরির গলি থেকে ও মো. হেলালকে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় হেলালের কাছে থেকে ৪ হাজার ৩’শ টাকা, জাহিদুলের কাছ থেকে দুইশ টাকা উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট