চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ফিটনেস নেই, চট্টগ্রামে ১২ যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

১৬ অক্টোবর, ২০২৪ | ৩:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ফিটনেস না থাকাসহ নানা অপরাধে ১২ যানবাহনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

জানা গেছে, বন্দরের অভ্যন্তরে এভারেস্ট এন্টারপ্রাইজের ১২ যানবাহনকে ফিটনেস না থাকা, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ না থাকায় ১২ যানবাহনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে বিআরটিএ চট্টমেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা। সড়ক নিরাপত্তা সংক্রান্ত এই বিশেষ অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট