চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ফুটপাত দখল করার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ফুটপাত ও রাস্তা দখল করে বসানো ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) আগ্রাবাদ সিজিএস কলোনি মোড় ও লাকী প্লাজা সংলগ্ন এলাকায় অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, অভিযানে ফুটপাত দখল করে বসানো ভাসমান ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি ফুটপাতের ওপর দোকানের শেড বর্ধিত করার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহায়তা করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ