চট্টগ্রাম শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সেই নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৪ | ৫:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে সংগঠনকে সংগীত পরিবেশন করার অনুমতি দেওয়ায় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে সংগঠনটির সভাপতি আশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

 

চিঠিতে আরও বলা হয়েছে, মহানগর পূজা পরিষদ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক মঞ্চে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ নামক একটি সংগঠনকে গান করার সুযোগ প্রদান করেন সজল দত্ত। ঐ সংগঠনের ছয়জন যুবক মঞ্চে উঠে বাদ্যযন্ত্র ছাড়া উপস্থিত সকল পূজার্থীর সম্মুখে ইসলামি গান পরিবেশন করে।

 

এ ঘটনার জন্য সম্পূর্ণভাবে আপনি দায়ী। তাই সংগঠনের জরুরি সভায় সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

 

এদিকে, ঘটনার পর সংগীত পরিবেশন করা ৬ সদস্যের মধ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সেখানে সংগীত পরিবেশন করেছিল তারা।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট