চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

গণশুনানি ছাড়া বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানো যাবে না

অনলাইন ডেস্ক

২২ আগস্ট, ২০২৪ | ৬:২৫ অপরাহ্ণ

গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ফলে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে গণশুনানি আয়োজনের বাধ্যবাধকতা ফিরছে।
এর আগে গত রোববার জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছিলেন, জ্বালানির দাম সমন্বয় করতে এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হয়েছে। সেসময় তিনি জানান, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না।

২০২৩ সালের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াতে, গণশুনানি কার্যক্রম স্থগিত করে এনার্জি রেগুলেটরি কমিশন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট