চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুই দিনের মধ্যেই প্রতিশ্রুতিপূরণ করলেন জেলা প্রশাসক

চিড়িয়াখানায় চাকরি পেলেন শহীদ ইশমামের ভাই

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৪ | ১১:০৭ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইশমামুল হকের ভাই মুহিবুল হককে চাকরি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। জেলা প্রশাসনের অধীন চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহায়ক পদে এই চাকরি দেওয়া হয়। গতকাল বুধবার সকাল ১১টায় তার হাতে নিয়োগপত্র তুলে দেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

গত ১২ আগস্ট লোহাগাড়ায় শহীদ ইশমামের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। সেখানে আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দিয়েছিলেন তিনি। আশ্বাসের দুই দিনের মধ্যেই তার বড় ভাই মুহিবুল হকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

 

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘শুধু শহীদ ইশমাম নয়, আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতার জন্য জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আহত ছাত্র-জনতার সুচিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, তাদের চিকিৎসার পাশাপাশি আমরা আর্থিক সহায়তা দেব। একই সঙ্গে তাদের পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

 

নিয়োগপত্র হাতে পেয়ে জেলা প্রশাসককে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মুহিবুল হক বলেন, ‘ইশমামকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি। এই অবস্থায় জেলা প্রশাসক আশ্বাস দেওয়ার দু’দিনের মাথায় নিয়োগপত্র পেলাম। জেলা প্রশাসনের এই উদ্যোগে আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, তিন ভাইয়ের মধ্যে ইশমাম ছিল মেজ। আট বছর আগে বাবা মারা যান। এরপর পরিবারের হাল ধরতে স্থানীয় একটি দোকানে কাজ শুরু করেন তিনি। ভাইকে তো আর ফিরে পাওয়া যাবে না। এই চাকরির মাধ্যমে অন্তত পরিবারের হাল ধরতে পারবো।

 

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইনামুল হক বলেন, মুহিবুলকে চট্টগ্রাম চিড়িয়াখানায় স্থায়ী নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি তার পরিবারের খোঁজ-খবর নেওয়ার জন্যও নির্দেশনা দিয়েছেন তিনি।

 

পরিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে ঢাকায় যায় ইশমামুল। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি চকবাজার এলাকায় একটি দোকানে চাকরি করতো। গত ৫ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে পুলিশের গুলিতে আহত হয় লোহাগাড়া উপজেলার ছেলে ইশমামুল হক (১৬)। ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

গত সোমবার জেলা প্রশাসক ইশমামুলের মা শাহেদা বেগমকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আপনার সন্তান এখন জাতীয় বীর। ইশমামুলের হত্যার সঙ্গে জড়িতদের বিচার করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) তানভীর-আল-নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ কে এম গোলাম মোর্শেদ খান, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান, নেজারত ডেপুটি কালেক্টর ফারহানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট