আজ শনিবার আকাশ মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিস গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা হতে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকা সমূহের আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।
আজ সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে দমকা হাওয়া আকারে ২৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা : গতকালের শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যোদয়-সূর্যাস্ত : আজ সূর্যোদয় হবে ভোর ৫টা ২৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।
জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হবে রাত ৩টা ৫০ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে সকাল ১০টা ১৯ মিনিটে। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকাল ৪টা ০৪ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১০টা ৩৮ মিনিটে।
পূর্বকোণ/এসএ