চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সহকর্মীদের সাহস যোগাতে দামপাড়া পুলিশ লাইন্স গেটে পরিদর্শক মনির

নিজস্ব প্রতিবেদক

৯ আগস্ট, ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ

‘কর্মস্থলে যোগ দিন, মানুষের সেবা নিশ্চিত করুন’

সহকর্মীদের সাহস যোগাতে এবং কর্মস্থলে যোগ দিয়ে মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্ল্যাকার্ড হাতে নগরী ঘুরেছেন এক পুলিশ কর্মকর্তা। তার নাম মোহাম্মদ মনির হোসেন। তিনি চট্টগ্রাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) ইন্সপেক্টর হিসেবে কর্মরত। বৃহস্পতিবার (গতকাল) বিকেল ৩টায় প্রথমবারের মতো মোহাম্মদ মনির হোসেন পুলিশের পোশাক পরে নগরীর সড়কে নামেন। তিনি নগরীর ওমর গণি এমইএস কলেজের সামনে থেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান। তিনি জিইসি মোড় হয়ে দামপাড়া সিএমপির পুলিশ লাইন্সের সামনে যান। এসময় দামপাড়া পুলিশ লাইন্স গেটের সামনে ‘কর্মস্থলে যোগ দিন, মানুষের সেবা নিশ্চিত করুন’ প্ল্যাকার্ড হাতে বেশ কিছুক্ষণ অবস্থান করেন।

 

এমন উদ্যোগের বিষয়ে পুলিশ সদস্য মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘গত দুই দিন ধরে কর্মস্থলে নেই পুলিশ। এতে ছিনতাই, চুরিসহ আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। কাজে যোগ দিতে অনেকে চাইছে। অনেকে আবার নিরাপত্তাহীনতার কারণে বাসায় অবস্থান করছে। আমরা চাই পুলিশ সদস্যরা রাস্তায় এসে জনগণের সাথে মিলেমিশে কাজ করবে। আইজিপি স্যারের নির্দেশে পুলিশ সদস্যদের কাজে যোগ দেয়ার মনোবল বাড়াতে ক্যাম্পেইন শুরু করেছি। লোকজন আশ্বস্ত করেছেন, তারা আমাদের সহযোগিতা করবে।

 

পুলিশ পরিদর্শক মনির হোসেন আরও বলেন, পুলিশ সদস্যদের কিছু দাবি দাওয়া রয়েছে তা সমাধান করতে কিছুটা সময় লাগবে। দেশের এ ক্রান্তিলগ্নে সবাইকে কাজে যোগ দেয়ার অনুরোধ জানান তিনি।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট