আগামী দু’দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির আভাস রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এসময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের নদী বন্দরগুলোতে দুই নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. আবদুর রহমান বলেন, আগেরদিন রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টি অন্তত আরও দুই দিন চলবে। এরপর দিন কয়েক বিরতি দিয়ে আবার বৃষ্টি শুরু হতে পারে।
গতকাল চট্টগ্রামের তাপমাত্রা: সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত ও সূর্যোদয় : সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে।
জোয়ার-ভাটা: কর্ণফুলী নদীতে প্রথম জোয়ারা শুরু হয় ভোর ৫টা ৪৬ মিনিটে এবং প্রথম ভাটা শুরু হবে আজ সকাল ১১টা ৪৪ মিনিটে। দ্বিতীয় জোয়ার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।
পূর্বকোণ/এসএ