চট্টগ্রামের শাহ আমানত ব্রিজ এলাকায় ৫ কিলোমিটার জুড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে এ পথে চলাচলকারী যাত্রীরা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ যানজটের সৃষ্টি হলেও এখন পর্যন্ত যানজট পুরোপুরি নিরসন হয়নি।
আফতাব উদ্দীন নামে এক যাত্রী বলেন, সকালে বাড়িতে যাওয়ার জন্য পরিবার নিয়ে নতুন ব্রিজ এলাকায় এসে দেখি কোন বাস নেই। ছোট ছোট গাড়িগুলো ইচ্ছেমতো ভাড়া চাচ্ছে। তাতে অনেকই হুমড়ি খেয়ে পড়ছে। গাড়ি কম থাকায় আমার মত অনেক মানুষ দুর্ভোগে পড়েছেন।
ইছহাক মিয়া নামে আরেক যাত্রী বলেন, আজ ছুটির দিন। রাস্তায় এমন যানজটে পড়তে হবে ভাবিনি। নতুন ব্রিজ এলাকায় ভীষণ যানজট। প্রায় দেড় ঘণ্টা ধরে এই যানজটে অপেক্ষা করেছি। গাড়ি খুব ধীর গতিতে চলছে। এছাড়া সেতুর টোল নিতেও দেরি করছে। যার ফলে যানজটটা আরও অসহনীয় হয়ে উঠেছে।
শাহ আমানত ব্রিজ এলাকার ট্রাফিক ইনচার্জ (টিআই) অপূর্ব কুমার পাল পূর্বকোণকে বলেন, আজ ছুটির দিন হওয়ায় লোকজন বেড়াতে যাচ্ছেন বেশি। ফলে প্রায়ই গাড়ি রিজার্ভ হয়ে গেছে। এর ফলে লোকাল গাড়ির পরিমাণ কমে গেছে। এতে করে যানজট বেড়ে গেছে। প্রচুর লোক গাড়ি না পেয়ে রাস্তায় অপেক্ষা করছে গাড়ির জন্য। আমরা কাজ করছি যানজট নিরসনে।
পূর্বকোণ/পিআর/এসি