চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পূর্বকোণ-এলিট পেইন্ট বিশ্বকাপ ক্রিকেট কুইজ ধামাকা

গ্রুপ পর্বের পুরস্কার বিতরণী কাল

ক্রীড়া প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩ | ৬:১৬ অপরাহ্ণ

দৈনিক পূর্বকোণ-এলিট পেইন্ট ক্রিকেট বিশ্বকাপ কুইজের ভিন্ন ভিন্ন পর্বের ড্র সম্পন্ন হয়েছে ক’দিন আগে। এবার শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী। প্রথম ধাপে কুইজ ধামাকায় গ্রুপ পর্বের ৫ রাউন্ডের বিজয়ীদের পুরস্কৃত করা হবে আগামীকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার, নাসিরাবাদস্থ পূর্বকোণ সেন্টারে সকাল সাড়ে ১০টায় । এরইমধ্যে বিজয়ীদের সাথে দৈনিক পূর্বকোণ থেকে যোগাযোগ করা হয়েছে।

পুরস্কার বিজয়ী হিসাবে কুপনে প্রদত্ত মোবাইল ফোন নাম্বার সাথে না থাকলে বিজয়ী দাবিদার হিসাবে তিনি গণ্য হবেন না। তাই আগামীকাল গ্রুপ-১ থেকে গ্রুপ-৫ পর্যন্ত প্রতিটি পর্বের বিজয়ীদের কুপনে প্রদত্ত মুঠোফোন নাম্বারসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি থাকবেন এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মোজাহার হোসেন (ডিরেক্টর অপারেশনস্ধসঢ়; এন্ড হেড অব ম্যানকম), এলিট পেইন্ট এন্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কনসালটেন্ট শ্যামা প্রসাদ রক্ষিত ও একই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (ফ্যাক্টরি) মোহাম্মদ শফী। অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন।  কুইজ ধামাকায় গ্রুপ-১ প্রথম পুরস্কার ছিল একটি কম্পিউটার, ২য় পুরস্কার মোবাইল ফোন ও তৃতীয় পুরস্কার ৪টি টিডব্লিউএস।

গ্রুপ-. গ্রুপ-৩, গ্রুপ-৪ ও গ্রুপ পর্ব ৫ এ দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার একই থাকলেও প্রথম পুরস্কার ছিল ৩২ ইঞ্চি স্মার্ট টিভি।

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট