চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় থেকে ২০ কেজি গাঁজাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. শাকের (৩২) টেকনাফের মৌছনী ক্যাম্পের মো. হোসেনের ছেলে।
শুক্রবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ২টায় তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ২টায় সিনেমা প্যালেস মোড় থেকে এক রোহিঙ্গা যুবককে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ