আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার শেষদিনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। চার দিনে চট্টগ্রামের ১৬ আসনে নৌকা প্রতীকের ২৩০টি ফরম বিক্রি করা হয়েছে। এরমধ্যে কয়েকজন একাধিক আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। ২১৭ জন নৌকা-প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গতকাল মঙ্গলবার দলীয় ফরম বিতরণের শেষ দিনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চট্টগ্রাম বিভাগের উপ-কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন সাকিব পূর্বকোণকে বলেন, গতকাল শেষদিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ২৩ জন। গত চার দিনে ২৩০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, চার দিনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে ২৩০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এ আসনে দলের মনোনয়ন চেয়েছেন মাত্র দুই। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ফরম নিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ তিনজন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান রুহেলসহ চারজন।
রুহেলের সঙ্গে নগর আওয়ামী লীগের উপদেষ্টা এ কে এম বেলায়েত হোসেন ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনও প্রার্থিতার দৌড়ে রয়েছেন। এই তিন আসন ছাড়া অন্য আসনগুলোতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীর ছড়াছড়ি পড়েছে।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন গ্রহণ ও জমা দেওয়ার শেষদিনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
যাঁরা ফরম সংগ্রহ করেছেন:
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, মোহাম্মদ নাজিম উদ্দিন, খোরশেদ আহমদ (জুয়েল), কাজী মোহাম্মদ তানজীবুল আলম।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. ইউছুপ আলী জীবন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২নং ওয়ার্ড) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাসুদুল আলম।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. ছালামত আলী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ওসমান গণি চৌধুরী।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিকের ৩-৭নং ওয়ার্ড) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শেখ আমেনা খাতুন।
চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এরশাদুল আমীন, আবুল ফজল কবির আহমদ।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহবুবুর রহমান, নওশেদ সারওয়ার, ছালেহ আহমদ চৌধুরী, আকবর হোসেন, এম এনামুল হক চৌধুরী।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. আবুল কালাম আজাদ চৌধুরী, প্রদীপ কুমার দাশ।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাহিদা আকতার জাহান, আবু আহমেদ চৌধুরী।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোসলেহ উদ্দিন মনসুর, মোহাম্মদ ছৈয়দুল মোস্তফা চৌধুরী (রাজু), নাজমা আকতার।
পূর্বকোণ/আরডি