চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চোরাই বাইসাইকেল বিক্রি করতো যুবক

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০২৩ | ৫:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে চোরাই বাইসাইকেলসহ শাহরিয়ার চৌধুরী অভি (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বারেক বিল্ডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির (বন্দর-পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন। তিনি বলেন, বারেকবিল্ডিং এলাকা থেকে রবিবার সন্ধ্যায় দুটি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। এ সময় চোরাই বাইসাইকেল বিক্রির সাথে জড়িত শাহরিয়ার চৌধুরী অভিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি নগরীর বিভিন্ন স্থান থেকে বাইসাইকেল চুরি করে সেগুলো বিক্রি করার জন্য নিজের কাছে রাখেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। গ্রেপ্তার আসামি এর আগে আরও ১০টি বাইসাইকেল চুরি করে অনলাইনে পেজ খুলে বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট