ভালো ফলাফল করার আনন্দটাই অন্যরকম। আর তা যদি হয় চারে চার। তাহলে তো কথাই নেই!
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামার ২০২৩ সেমিস্টারে স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ৩ মেধাবী শিক্ষার্থী পেয়েছেন এবার ‘ডিনস অ্যাওয়ার্ড’। তারা হলেন: ইমন হোর, উলফাত জারিন এবং জান্নাতুল ফেরদৌস নেহা।
নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে সম্প্রতি তাদের হাতে ফলাফলের স্বীকৃতি তুলে দেওয়া হয়। সিআইইউর ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রুবেল সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে এই সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল, সহকারি অধ্যাপক রাইসুল ইসলাম রাসেল, প্রভাষক হাবিবুর রহমান, সামিয়া মুনতাহা, সহকারি রেজিস্ট্রার রুমা দাশ প্রমুখ।
অনুষ্ঠানে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ‘ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ নামের একটি সেন্টারের উদ্বোধন ঘোষণা করা হয়। যেখানে আইটি, এ আইসহ ইঞ্জিনিয়ারিং জগতের নানান বিষয় নিয়ে গবেষণাধর্মী কাজ পরিচালিত হবে বলে জানান ডিন। অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমকে এই কেন্দ্রের পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।-বিজ্ঞপ্তি
পূর্বকোণ/আরডি