চট্টগ্রামে ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. আকতার হোসেন (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ম আদালতের বিচারক নারগিস আক্তার এ রায় দেন। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আকতার হোসেন কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যং পশ্চিম সাতগড়িয়া পাড়ার মৃত আবদুল মোনাফের ছেলে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ নভেম্বর নগরীর টাইগারপাস এলাকা থেকে ৫ হাজার ১১০ পিস ইয়াবাসহ আকতার হোসেনকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেসময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাচঁলাইশ সার্কেলের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে খুশলী থানায় মামলা করেন। তদন্ত শেষে আকতার হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ২৭ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
পূর্বকোণ/আরআর/পারভেজ