চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হরতালের আগের রাতে চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩ | ১০:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলীতে মিনি ট্রাক ও চান্দগাঁও থানা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করেন।

 

আজ শনিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ও ৯টার দিকে পৃথক এ ঘটনা ঘটে। দৈনিক পূর্বকোণকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এরপর রাত ৯টার দিকে বহদ্দারহাট র‍্যাব ক্যাম্পের পাশের সড়কে একটি যাত্রীবাহী মিনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ঘটনাটি নাশকতা কি-না তা এখনো আমরা নিশ্চিত নই। আমরা তদন্ত করছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট