সড়কে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান পরীক্ষা করতে গবেষণাগার চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২ নভেম্বর) নগরীর সাগরিকায় অত্যাধুনিক এ গবেষণাগার উদ্বোধন করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, কোটি টাকা ব্যয়ে কোর কাটার মেশিন, ওভেনসহ ৩৩টি বিভিন্ন অত্যাধুনিক মেশিনে সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত সামগ্রী পরীক্ষা করা হবে এ গবেষণাগারে। আবার প্রকল্প শেষ হলে সে প্রকল্প থেকে নমুনা সংগ্রহ করে কাজের মান পরীক্ষা করা হবে। ফলে একদিকে চট্টগ্রামের রাস্তার মান বাড়বে, অপরদিকে আগে এ পরীক্ষাগুলো বাইরে করতে যে ব্যয় হতো তা সাশ্রয় হওয়ায় চসিকের আয় বাড়বে এবং সময় সাশ্রয় হবে।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মো. ইসমাইল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শাহিনুল ইসলাম, আবু ছিদ্দিক, নির্বাহী প্রকৌশলী রেজাউল বারী ভূঁইয়া, আনোয়ার জাহান, আশিকুল ইসলাম ও মির্জা ফজলুল কাদের প্রমুখ।
পূর্বকোণ/আরআর/এএইচ