“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে উৎসাহ ও উদ্দীপনায় চট্টগ্রামে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে চট্টগ্রামে সার্কিট হাউজে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
পরবর্তীতে সার্কিট হাউজের সম্মেলনে কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠকের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক প্রজেষ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) প্রবীর কুমার রায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ।
পূর্বকোণ/আরআর/পারভেজ