চট্টগ্রামের পতেঙ্গায় দাঁড়িয়ে থাকা লরিতে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় প্রাণ হারিয়েছেন শাহরিয়ার (৩০) নামের এক যুবক। এতে আহত হয়েছেন অটোরিক্সার আরও ৩ যাত্রী।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মধ্যরাতে পতেঙ্গার বিমানবন্দর রোডে এই দুর্ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ।
তিনি জানান, অটোরিক্সা শহর থেকে বিমানবন্দর যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে এক যুবক মারা যায়। বেপরোয়া গতিতে চলছিল অটোরিক্সাটি।
পূর্বকোণ/এএইচ