চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চকবাজারে পরিবহন শ্রমিকদের মিলাদুন্নবী মাহফিল

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২৩ | ৮:৫৩ অপরাহ্ণ

নগরীর চকবাজার অলিখা মসজিদের সামনে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন চকবাজার শাখার উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ মাহফিলের আয়োজন করা হয়।

 

শাখা সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু। এসময় প্রধান বক্তা ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব মীর মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন, আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক ও ওয়ালি বেগ খাঁ মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।

 

এসময় উপস্থিত ছিলেন, অটোরিকশা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের চকবাজার শাখার সহ-সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক মো. হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সুমন, অর্থ সম্পাদক মো. রাজু, আইন সম্পাদক মো. ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ। মাহফিলে মোনাজাত পরিচালনা করে দেশবাসী, ফিলিস্তিনি মুসলিম ও অসুস্থ রোগীদের উদ্দেশে দোয়া কামনা করা হয়।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট