আগামী ২৮ অক্টোবর বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগ বিশেষ ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করছে। এদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নন্দনকানন বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির/ ডিসিহিল অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নগরীর চেরাগী পাহাড় মোড়, লাভলেন মোড় (নুর আহম্মেদ সড়কের মাথা), এনায়েতবাজার মোড় ও বোস ব্রাদার্সের মোড়ে (পুলিশ প্লাজার সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় অনুষ্ঠানাদি সুষ্ঠুভাবে সম্পন্নের নিমিত্ত উল্লিখিত নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ট্রাফিক বিভাগ। জরুরি প্রয়োজনে এলাকার সড়কগুলো এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ