চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুর্ঘটনায় আহত ছাত্রীর মৃত্যু, আইআইইউসি কর্তৃপক্ষের শোক

বিজ্ঞপ্তি

২০ অক্টোবর, ২০২৩ | ৪:৫১ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় আহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র শিক্ষার্থী নুসরাত জাহান তুলী মারা গেছেন। শুক্রবার (২০ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১৮ অক্টোবর ৭টা ৩৫ মিনিটে জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন আইআইইউসির বিবিএ’র দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী নুসরাত।

এদিকে, আইআইইউসি ছাত্রী নুসরাতের মৃত্যুকে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ। একইসঙ্গে এই ছাত্রীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল শনিবার কালো ব্যাজ ধারণ এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকিবে। ওইদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট