চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

চসিকে একদিনে ৭ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৩ | ৯:৪৩ অপরাহ্ণ

একদিনে সাত প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) ২০ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ভিত্তি প্রস্তর স্থাপন হওয়া প্রকল্পগুলো হলো কেইপিজেড মোড়ের ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়ের ফুটওভার ব্রিজ, কাঠগড় মোড়ের গোলচত্ত্বর, সল্টগোলা ক্রসিং গোলচত্ত্বর, সিমেন্ট ক্রসিং গোলচত্বর, সল্টগোলা ক্রসিং থেকে কাঠগড় পর্যন্ত ফুটপাত (পূর্বপাশ), কাঠগড় মোড় থেকে টানেল মোড় পর্যন্ত ফুটপাত (পূর্বপাশ) নির্মাণ।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে আমরা বেশ এগিয়ে গেছি। জলাবদ্ধতা এবং আলোকায়নের অভাব পূরণ এখন আমার মূল লক্ষ্য। ‘ওয়ান সিটি, টু টাউন’ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম।

 

গুজব থেকে সতর্ক থাকার আহবান জানিয়ে মেয়র বলেন, স্বাধীনতা বিরোধীরা নানা গুজব ছড়াচ্ছে। ২০০৮ সালে নির্বাচনের আগেও অনেক গুজব ছড়িয়েছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা পেয়ে ভারতের মতো পরাশক্তির সাথে শান্তিপূর্ণ উপায়ে ছিটমহল উদ্ধার করেছেন, সমুদ্র বিজয় করেছেন। গরীব পরিবারের সন্তানরা বইয়ের অভাবে পড়তে পারত না। শেখ হাসিনার কল্যাণে আজ সবাই শিক্ষার সুযোগ পাচ্ছে। করোনায় বিনামূল্যে টিকা পেয়েছে জনগণ।

 

মেয়র বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই, স্বাধীনতা বিরোধীদের এখন প্রধান অস্ত্র গুজব। ওরা আমেরিকার উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। লাভ নাই। পদ্মা সেতু ঠেকাইতে পারে নাই, টানেল ঠেকাতে পারে নাই, আওয়ামী লীগকেও ঠেকাতে পারবে না। ওদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন কোনদিনও পূরণ হবে না।

 

ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর ছালেহ আহমেদ চৌধুরী, জিয়াউল হক সুমন, শাহানুর বেগম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোহাইমিনুল ইসলাম, উত্তর পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী প্রমুখ।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট