চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

রাজস্থলীতে অপহৃত সেই তিন শ্রমিককে পরিবারের কাছে হস্তান্তর

রাজস্থলী সংবাদদাতা

১৬ জুন, ২০২৩ | ১০:১১ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে অপহৃত তিন শ্রমিককে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৬ জুন) রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গত ১২ জুন রাত সাড়ে ৮টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন লংগদু পাড়া এলাকায় রাতের আঁধারে সশস্ত্র গ্রুপ হামলা চালিয়ে তিন শ্রমিককে অপহরণ করে নিয়েছে এমন তথ্য নিশ্চিত করেছিলেন অপহৃত সোহাক ও রুপকের বড় ভাই সবুজ। অপহরণের পর থেকে সেনাবাহিনী-পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। রাজস্থলী থানা পুলিশের তথ্যপ্রযুক্তির কল্যাণে গত বুধবার রাতে তারা ইসলামপুর ঝংকা পাড়া আনসার ক্যাম্পে আশ্রয় নেয়। ঘটনা শুনার সাথে সাথে রাজস্থলী সাব জোন সিনিয়র ওয়ারেন্ড অফিসার নুর এ শাহীর নেতৃত্বে তাদের উদ্ধার করে রাজস্থলী থানায় হস্তান্তর করেন।

 

তাদের নিয়ে বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহের জন্য পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। পরে কোন ক্লু না পাওয়ায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করেন।

 

উল্লেখ্য, গত তিনমাস ধরে ১৪ জন শ্রমিক রাজস্থলী বাঙ্গালহালিয়া সড়কের লংগদু পাড়াস্থ লেবার শেডে অবস্থান করে পাশের সড়কে এনডিই কর্তৃক ধারক দেওয়াল নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।

 

পূর্বকোণ/আজগর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট