চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

টেকনাফে অপহৃত স্কুল ছাত্র উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

৭ জুন, ২০২৩ | ১২:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের লেদা থেকে অপহৃত শিশু মোহাম্মদ হোছন প্রকাশ সূর্য্যকে মুক্তিপণ ছাড়াই উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ জুন) ৬ জুন রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকা থেকে মো. হোসাইন (৮) নামে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর আজ রাতে উদ্ধার করা হয়েছে।

 

জানা যায়, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকা থেকে মো. হোছনকে অপহরণ করে পরে মোটা দাগে মুক্তিপণ দাবি করে। ঘটনাটি টেকনাফ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে মোবাইল নম্বর ও প্রাপ্ত তথ্যাদি তথ্য-প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহিন পাহাড়ের বিভিন্ন জায়গায় উদ্ধারে অভিযান পরিচালনা করে। পুলিশী তৎপরতা ও সাড়াশি অভিযানের ফলে অপহরনকারীরা অবশেষে ৬ জুন রাত সাড়ে ৮টায় লেদা সড়কে অপহৃত শিশু মোহাম্মদ হোছন রেখে পালিয়ে যায়।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট